অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাজ্য মনে করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক


বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক মনে করে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, মানবাধিকার পরিস্থিতি উদ্বেগের পর্যায়ে রয়েছে এমন ৩০টি দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। ২০১৫ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ প্রতিবেদন প্রকাশিত হয় বৃহস্পতিবার। প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, ২০১৫ সালে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির কোন উন্নতি হয়নি। দুই প্রধান রাজনৈতিক দল অর্থাৎ শাসক আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যকার উত্তেজনা এখনও মীমাংসা হয়নি। ২০১৫ সালের প্রথম চার মাসে দুই দলের মুখোমুখি অবস্থান সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবনযাপনের ওপর প্রভাব ফেলে। এসবের মধ্যে রয়েছে জ্যেষ্ঠ বিএনপি নেতাদের গ্রেপ্তার, বিএনপি’র নেতৃত্বাধীন জোটের ডাকে অবরোধ ও বারবার হরতাল। প্রতিবেদনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ৩০টি দেশের মধ্যে মিসর, ইরাক, ইরান, কঙ্গো, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, ইসরাইল, সুদান, চীন ও মিয়ানমারের নামও রয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

সরাসরি লিংক

XS
SM
MD
LG