অ্যাকসেসিবিলিটি লিংক

বাজপেয়ি বাংলাদেশের একজন মহান বন্ধু: শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁকে বাংলাদেশের একজন মহান বন্ধু হিসেবে বর্ণনা করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুশাসন এবং ভারতসহ এ অঞ্চলের সাধারণ মানুষের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার জন্য অটল বিহারি বাজপেয়ি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। ভারতের জনগণের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা আগামী প্রজন্মের নেতাদের অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করে তিনি বলেন, ভারতের অর্থনৈতিক উন্নয়নে বাজপেয়ি গুরুত্বপূর্ণ ভূমিকা সকলের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকাবে।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করে।

এদিকে, শুক্রাবার ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত বাজপেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG