অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মিজোরামের সাথে বাংলাদেশের সরাসরি বাণিজ্যের জন্য সেতু নির্মিত হবে


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের সাথে বাংলাদেশের সরাসরি কোন বাণিজ্যিক সুযোগ-সুবিধা নেই। বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নিয়েছে যে, মিজোরামের সাথে সরাসরি বাণিজ্য সুযোগ ও সুবিধা প্রতিষ্ঠার জন্য দুই দেশের সীমান্তে মিজোরামের উপর দিয়ে প্রবাহিত নদী ‘খাতলাংতুইপুই’, যাকে ওই এলাকায় কর্ণফুলী নদীও বলা হয়, সেই নদীর উপর খুব শিগগিরই একটি সেতু নির্মাণ করা হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ ও ভারতীয় কর্মকর্তারা ইতোমধ্যে কয়েকদফা বৈঠক করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সেতুটি নির্মিত হবে বাংলাদেশের পাহাড়ী জেলা খাগড়াছড়ি এবং ভারতীয় মিজোরামের জেলা মামিত সংলগ্ন এলাকায়। দুই দেশের কর্মকর্তারা বর্তমানে সেতুর সম্ভাব্যস্থান নির্ধারণের লক্ষ্যে কাজ করছেন। উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরাম অংশে ৩শ ১৮ কিলোমিটার কাটাতারবিহীন সীমান্ত রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG