অ্যাকসেসিবিলিটি লিংক

অসমে আটক যুবকরা জেএমবি'র অসম মডিইউলের সঙ্গে জড়িত-ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ


ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ'র আধিকারিকদের মতে অসম থেকে যে যুবকদের সম্প্রতি ধরা হযেছে, তারা জামায়েতুল মুজাহেদিন অসম মডিইউলের সঙ্গে জড়িত।

ঐ মডিইউলের নেতা ডা. শাহনূর আলমের সঙ্গে যোগাযোগ রাখতো তারা। শিমুলিয়া ও মোকিম নগরে জেএমবি প্রশিক্ষন কেন্দ্রে তাদের যাতায়াত ছিল। সেই সুত্র ধরে তারা পলাতক হাতকাটা নাসির উল্লাহ, বোমারু মিজান, কালা শেখ, ইউসুফ'দের চিনতো বলে ধারনা গোয়েন্দাদের।

গোয়েন্দা সুত্রে জানা গেছে, অসমের বেশ কিছু জায়গায় লুকিয়ে রয়েছে জেএমবি জঙ্গীরা। খাগড়াগড় কান্ডের সময় তারা জেএমবি'র অসম মডিইউলের সঙ্গেও যুক্ত ছিল।

জেএমবি নেতা ডা. শাহনূর আলম ও তার স্ত্রী মডিইউল চালাতো। সেই সুত্র ধরেই অসমের গোবরধন থাকা এলাকার শিমলাঝাড় গ্রামের বাসিন্দা মো: মনিরুল ইসলামের সঙ্গে তাদের পরিচয় হয়।

ধৃতদের জেরা করার পর গোয়েন্দারা নিশ্চিত যে, তাদের প্রত্যেকের সঙ্গে জেএমবি'র যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সেনাবাহিনীর পোশাক নিয়ে প্রশ্ন উঠেছে। তারা সেনা সেজে নতুন কোন হামলার ছক করছিল কিনা, তা কেন্দ্রীয় গোয়েন্দারা খোঁজার চেষ্টা করছেন।

XS
SM
MD
LG