অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সংগে ছিট মহল বিনিময়ের জন্য সংবিধান সংশোধন বিল আনতে চায় ভারত সরকার


বাংলাদেশের সংগে ছিট মহল বিনিময়ের জন্য আগামী সপ্তাহে সংসদের রাজ্য সভায় সংবিধান সংশোধন বিল আনতে চায় ভারত সরকার।

তবে আপাতত কেবল পশ্চিমবংগের ছিট মহল গুলিই বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে। কেননা, খোদ বিজেপি-র অসম রাজ্য শাখাই ছিট মহল ছাড়তে রাজী নয়। তারা বলছে, বিনিময় হলে অসম জমি হারাবে বেশি, বাংলাদেশের কাছ থেকে জমি পাবে কম। ২০১৬ সালে অসমে বিধান সভা নির্বাচন মিটে গেলে হয়তো অসমের ছিট মহল বিনিময় সম্ভব হতে পারে।

পশ্চিম বংগের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বিনিময়ের বিরুদ্ধে ছিলেন ছিটমহলবাসীদের পুনরবাসনের প্রশ্নে। পরে তিনি মত বদলের পরেই সংবিধান সংশোধন সম্ভব হতে চলেছে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG