অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর: পশ্চিমবঙ্গবাসীদের প্রতিক্রিয়া


Indian children stand by a fence on the India-Bangladesh border at Jhalchar, in the northeastern Indian state of Assam.
Indian children stand by a fence on the India-Bangladesh border at Jhalchar, in the northeastern Indian state of Assam.

আগামী কাল সাতই এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের ভারত সফরেনয়াদিল্লী এসে পৌছবেন। তাঁর এই সফরে -দুদেশের দ্বিপাক্ষিক সর্ম্পকের উন্নয়নে আশা করা হচ্ছে নতুন কিছু পাবে দুদেশের মানুষ। সরকারী ভাবেও জানা যাচ্ছেনতুন কিছু চুক্তি কিম্বা দুদেশের সর্ম্পক কে আরো মজবুত করার লক্ষে দু দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে জরুরী বৈঠকও সম্পন্ন হবে। আর সেই আলোচনার মধ্যে তিস্তা জলচুক্তির বিষয়ে যদি কোনো কথা হয় কিম্বা কোনো অগ্রগতিহয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাসীরা বিষয়টা কোন প্রেক্ষিতে দেখছেন -সেই বিষয়েই এরাজ্যের দুই বিশিষ্ট নাগরিকরাজ্যের বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের ট্যুরিজিম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ডঃ মীর আব্দুল শফিকভারত বাংলাদেশেরসর্ম্পকের উন্নয়নে তিস্তা জল চুক্তি বন্টনের ক্ষেত্রে তিনি তাঁর নিজস্ব মতামতএক প্রতিক্রিয়ায় জানালেন -------অন্যদিকে এরাজ্যের আরেক বিশিষ্ট নাগরিক যিনি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আর্ন্তজাতিক সর্ম্পকের বিশেষজ্ঞ বলেই অধিক পরিচিত সেই পল্লব মুখোপাধ্যায়সংশ্লিষ্ট বিষয়ে এক প্রতিক্রিয়ায় জানালেন তাঁর মতামত। সর্ব্বোপরি মতামত প্রতিক্রিয়া যাইহোক না কেন দুদেশের রাষ্ট্রপ্রধানের আলোচনায় যেন উঠে আসে দুদেশের সর্ম্পকের উন্নয়নের বার্তাএমনটাই চায় আপামর পশ্চিমবঙ্গবাসী এমনই অভিমত রাজ্যের বহু মানুষ।
এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:04:36 0:00

XS
SM
MD
LG