অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদীর পানি বণ্টনের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ সংশ্লিষ্টদের


বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদ-নদীর পানি বণ্টনের যে সমস্যা আছে তা দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার ঢাকায় ‘বাংলাদেশ ও ভারতের নৌ যোগাযোগ উন্নতকরণ’ শীর্ষক এক সেমিনারে এ তাগিদ দেন বক্তারা।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নৌ-যোগাযোগ স্থাপিত হলে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদী। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, ভারত-বাংলাদেশ বাণিজ্য ও যোগাযোগের উন্নয়নের জন্য নৌপথে কানেকটিভিটি জরুরি।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের উচিৎ হবে দু'দেশের অভিন্ন নদ নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে জোরালো ভাবে ভারতের সরকারের সঙ্গে আলোচনায় করা, যাতে এ সকল নদ নদীর নাব্যতা বৃদ্ধি পায় এবং তা কাজে লাগিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে নৌ পথে স্বল্প খরচে বাণিজ্য বৃদ্ধি সম্ভব হয়। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG