বাংলাদেশে ঢাকার গাজীপুরে শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ২য় পর্ব। ১৫ই জানুয়ারী জায়গা সংকুলানের জন্য যে ৩২ জেলার লোকজন ইজতেমায় অংশ গ্রহন করতে পারেনি ২য় পর্যায়ের ইজতেমায় সেই সব জেলার লোকজন অংশ গ্রহন করেছেন। জুম্মার নামাজ আদায় করার জন্য অনেক মুসুল্লি দুর দূরান্ত থেকে এসে জড়ো হয়েছেন এই ইজতেমা স্থলে। আজ যারা এই জামায়াতে এসেছেন তারা ৩ দিন ইজতেমা স্থলে থেকে আখেরি মোনাজাতের পর দলে দলে ভাগ হয়ে ইসলামের দাওয়াতে বের হয়ে যাবেন।
এই ইজতেমা স্থলে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নেয়া হয়েছে ৫ স্থরের নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে সাদা পোশাকে পুলিশ। এছাড়া ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো ইজতেমা স্থলকে নজর দারিতে রাখা হয়েছে। পুলিশের এস পি মোহাম্মদ হারুন-অর-রাশিদ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা থেকে নাসরিন হুদা বিথী’র রিপোর্ট।