ঢাকার অদূরে টঙ্গিতে দিল্লী ভিত্তিক বিশ্ব তাবলীগ জামাতের বার্ষিক আয়োজন বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তাবলীগ জামাতের বিবাদমান দুই গ্রুপের নেতাদের সাথে বুধবার অনুষ্ঠিত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে কথা জানিয়ে বলেছেন তাবলীগ জামাতের বাংলাদেশ শাখার প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের বিবাদ মিটে গেছে। বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সাথে দুই পক্ষের প্রতিনিধিরা বসে ইজতেমার তারিখসহ অন্যান্য বিষয় নির্ধারণ করবেন বলে তিনি জানান।
এর আগে বিবাদমান দুই পক্ষের মধ্যে চরম বিরোধপূর্ণ অবস্থানের কারণে ইজতেমা আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত ১লা ডিসেম্বর তাবলীগ জামাতের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে টঙ্গীতে প্রাণহানির ঘটনাও ঘটে।