বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কোনো ব্যক্তি কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রচারণা ও প্রপাগান্ডা চালালে কিংবা অবমাননা করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড এবং ১ কোটি টাকা অথবা উভয় দন্ডের বিধান রেখে বাংলাদেশের মন্ত্রীসভা এক আইনে অনুমোদন দিয়েছে।
এই আইনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে সাইবার অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছর কারাদন্ড এবং ১ কোটি টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রাখা হয়েছে।
সাইবার মাধ্যমে প্রতারণা ও হুমকির জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদন্ডের বিধান রাখা হয়েছে। এই আইনে সাইবার নিরাপত্তা এজেন্সি গঠনেরও প্রস্তাব করা হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।