অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বিনা বিচারে কারাগারে আটক সাতজন বন্দির জামিন বিষয়ে আদালতে রুল জারি


শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা
শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

প্রায় এক যুগ ধরে বিনা বিচারে কারাগারে আটক সাতজন বন্দিকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে বাংলাদেশের একটি উচ্চ আদালত।

বৃহস্পতিবার এই রুল জারির পাশাপাশি হাইকোর্টওই সাত বন্দিকে আগামী ২৪ জানুয়ারি
আদালতে হাজির করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড এর সুপ্রিম কোর্ট শাখা বিনাবিচারে আটক এসকল বন্দিদের বিষয়টি আদালতে উথ্যাপন করলে শুনানি শেষে আদালত এ রুল জারি করে।

ঊল্লেখ্য, বাংলাদেশের জেল সমুহে বিনা বিচারে বছরেরে পর বছর আটক রয়েছেন এমন কয়েদির সংখ্যা কয়েকশ। কারা কর্তৃপক্ষ সম্প্রতি বাংলাদেশ লিগ্যাল এইড এর সুপ্রিম কোর্ট শাখার কাছে যে তথ্য দিয়েছে সে মোতাবেক বাংলাদেশের জেলগুলোতে বর্তমানে অন্তত ৪৬২ জন বিচারাধিন কয়েদি ৫ থেকে ১৮ বছর যাবত আটক আছেন।

এসকল বন্দীদের বিচার কাজ সাক্ষী হাজির না হওয়া সহ বিভিন্ন কারনে হয় থমকে আছে অথবা আটকে আছে।

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00


XS
SM
MD
LG