অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৬০০০ এর বেশি কয়েদীকে কেরানীগঞ্জের নতুন কারাগারে স্থানান্তর


আধুনিক সুযোগ সুবিধা ও বেশি কয়েদী ধারণ ক্ষমতা সম্পন্ন ১৯৪ একর জমির ওপর নির্মিত কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার শুক্রবার থেকে চালু করা হয়েছে।

ব্রিটেন, পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশের আমলের গত ২২৮ বছরের বহু ঘটনার সাক্ষী রাজধানীর নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৬০০০ এর বেশি কয়েদীকে স্থানান্তরের মধ্য দিয়ে কেরানীগঞ্জের নতুন কারাগারের যাত্রা শুরু হল।

ব্রিটিশ আমলে ১৭৮৮ সালে ১৭ একর জমির ওপর তৈরি করা নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারটি বহু ইতিহাসের সাক্ষী হয়ে এর অতীতের সকল নিদর্শন সহ জাদুঘর এবং পার্ক হিসেবে অবস্থান করবে আগামী দিনগুলোতে, এমনটাই জানালেন জেল কর্তৃপক্ষ।

নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের মানবাধিকার, আন্তর্জাতিক মানের বিভিন্ন সুযোগ সুবিধা এবং আধুনিক প্রযুক্তির ব্যাবহারের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG