অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান


বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরয়াসু ইজুম বলেছেন, তাঁর দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে এবং এ সংকটের দ্রুত সমাধানে জাপানের সমর্থন অব্যাহত রাখবে।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে জাপানের রাষ্ট্রদূত এ কথা জানিয়ে বলেন, গত প্রায় দুই বছর যাবত রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চলতে থাকা ব্যাপক সংঘর্ষের কারনে সেখানকার পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের জন্য জাপান কফি আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়ন চায়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফররত জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুভেচ্ছা দূত জাপানের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় মাকাত হাসেবি, যিনি জুনের ৫ ও ৬ তারিখ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে সেখানে বিরাট সংখ্যক রোহিঙ্গা শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। রোহিঙ্গা শিশুদের শিক্ষার সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান ইউনিসেফের এই শুভেচ্ছা দূত।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG