অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানী নাগরিকদের বিশেষ নিরাপত্তা দিতে বাংলাদেশকে পুনরায় তাগিদ জাপানের


বাংলাদেশে গুলশানে সন্ত্রাসী হামলাসহ বাংলাদেশে ঘটে যাওয়া জঙ্গী হামলার প্রেক্ষাপটে জাপান সরকার তাদের প্রকল্পগুলো এবং উন্নয়ন কর্মকান্ডে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশকে পুনরায় তাগিদ দিয়েছে।

জাপানী রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, জাপান নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সরকার তাদের আশ্বস্ত করেছে।

এক জুলাই গুলশান হামলার পর পরই বাংলাদেশে চলমান ১৩ হাজার কোটি টাকার মোট ৬৮টি জাপানী প্রকল্পে কর্মরত জাপানী নাগরিকদের নিরাপত্তা নিয়ে জাপান সরকার উদ্বেগ প্রকাশ করে, নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল।

মধ্য জুলাইয়ে তারা তাদের প্রকল্পগুলোতে সশস্ত্র বেসরকারি নিরাপত্তা বাহিনী নিয়োগের অনুমতি চেয়েছে। গুলশান হামলাসহ বিশ্বব্যাপী কয়েকটি হামলার ঘটনার পরে বিভিন্ন জাপানী প্রকল্পে কর্মরত জাপানী নাগরিকদের বুলেট প্রুফ গাড়ি দেয়ারও চিন্তা করছে জাপান সরকার। উল্লেখ্য, গুলশান হামলা নিহত ২০ জনের মধ্যে জনই জাপানী নাগরিক। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG