অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশকে ১২ হাজার ৮১৯ কোটি টাকা ঋণ দেবে জাপান


বিদ্যুৎ, যোগাযোগ ও দুর্যোগ প্রশমনসহ বিভিন্ন খাতের ছয় প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ১২ হাজার ৮১৯ কোটি টাকা ঋণ দেবে জাপান।

বুধবার ঢাকায় জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে এ বিষয়ে চুক্তি সাক্ষরিত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, টাকার অংকে বাংলাদেশের জন্য এটিই সবচেয়ে বড় জাপানি ঋণ। এর আগে গত ডিসেম্বরে বাংলাদেশকে অন্য ছয়টি প্রকল্পেরে জন্য ৮ হাজার ৬৬০ কোটি টাকা দিতে চুক্তি করে জাপান। সেটাই ছিল এযাবৎকালের সবচেয়ে বড় জাপানি ঋণ।

উল্লেখ্য, একক দাতা দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাপান সরকারই বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বেশি আর্থিক সহায়তা প্রদান করে আসছে। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG