রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল করীম সিদ্দিকীকে শনিবার হত্যার দায় ইসলামিক স্টেট বা আইএস স্বীকার করলেও বাংলাদেশ তা সরাসরি নাকচ করে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে রোববার বলা হয়েছে, অবাধ তথ্য প্রযুক্তির এই যুগে তথ্য প্রমাণাদি না থাকলেও দায় স্বীকারের একটি অপসংস্কৃতি সৃষ্টি হয়েছে; আর এ জন্যই আইএস একের পর এক দায় স্বীকার করছে। পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে আইএস-এর কোনো অস্তিত্ব নেই।
তবে কে বা কারা এই হত্যাকান্ডের জন্য দায়ী তার হদিস পুলিশ এখনো পর্যন্ত করতে পারেনি। পুলিশ ইসলামিক ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার বলেছেন, কাউকে ছাড় দেয়া হবে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দু’দিনের ক্লাস বর্জন কর্মসূচি রোববার থেকে শুরু করেছে। তারা বিক্ষোভ সমাবেশ করছে।
ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু: