অ্যাকসেসিবিলিটি লিংক

বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননার সামিল: খালেদা জিয়া


বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মনে করেন, বিচারাধীন কোন মামলার রায় ঘোষণা আদালত অবমাননার সামিল। এক টুইট বার্তায় খালেদা জিয়া এই মন্তব্য করেছেন।

শুক্রবার কক্সবাজারে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছিলেন, ১৫ দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে।

টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় মাননীয় প্রধান বিচারপতি কি ব্যবস্থা নিচ্ছেন জনগণ সেদিকে নজর রাখছে। বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানির কাজ প্রায় শেষ পর্যায়ে। এ মামলার অন্যতম আসামী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে অন্য আসামীদের যুক্তিতর্ক চলছে। এর আগে খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। বিএনপি বলেছে, এই মামলার সঙ্গে খালেদা জিয়ার ন্যূনতম কোন সম্পর্ক নেই। তাকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, এই মামলাটি ওয়ান-ইলেভেন সরকারের সময় করা হয়েছিল। এর সঙ্গে সরকারের কোন হাত নেই।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG