বাংলাদেশে চার বছর পর লেখক অভিজিৎ রায় হত্যা মামলার অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এই হত্যাকাণ্ডে আনসার উল্লাহ বাংলা টিম জড়িত ছিল এটা নিশ্চিত হয়েছে পুলিশ। এই সংগঠনটির কথিত নেতা সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াউল হক, উগ্রপন্থী ব্লগার সফিউর রহমানসহ ৬ জনকে আসামী করে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত পলাতক মেজর জিয়াই এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড।
২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে জঙ্গি হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়।