অ্যাকসেসিবিলিটি লিংক

কুয়েতে ৮ হাজার বাংলাদেশী সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন


Map of Kuwait
Map of Kuwait

প্রায় আট হাজার বাংলাদেশী কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন। তারা সবাই দন্ড ছাড়া কুয়েত ত্যাগের সুবিধা পেয়েছেন। এ সুযোগে বৈধ হওয়া বাংলাদেশীর সংখ্যা এক’শ জনেরও কম! এমনটাই জানিয়েছেন কুয়েত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. আনিসুজ্জামান। তিনি বলেন, গত জানুয়ারি থেকে কুয়েতে চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হবে আগামী ২২শে এপ্রিল।
বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ বা অনিয়মিত লোকজন এ সূযোগে বৈধ হওয়া বা দ- ছাড়া দেশে ফিরছেন। দেশে ফেরা বাংলাদেশীদের মধ্যে ৩ হাজার জনের পাসপোর্টের মেয়াদ ছিল। তারা চটজলদি দেশটি ত্যাগ করতে পেরেছেন। কাউন্সেলর বলেন, বাকী ৫ হাজার বাংলাদেশীর পাসপোর্ট বা অন্য প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় তাদের জরুরী ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। এদের অনেকেই দেশে ফিরে গেছেন। বাকীরা শিগগির ফিরছেন। ১০০ জনের কম বাংলাদেশী ক্ষমার সুযোগ নিয়েছেন। কাউন্সেলর বলেন, কিছু বাংলাদেশী নির্ধারিত সময়ের মধ্যে বৈধ হওয়ার চেষ্টায় রয়েছেন। তবে সেই সংখ্যাও ৫’শর বেশী হবে না। কুয়েতে অবৈধভাবে অবস্থানকারী প্রায় ২০ হাজার বাংলাদশী রয়েছেন। বৈধ-অবৈধ মিলে প্রায় ৩ লাখ বাংলাদেশী রয়েছেন। দেশটিতে বাংলাদেশী শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা রয়েছে। চলতি মাসের সূচনাতে বিদ্যমান নিষেধাজ্ঞায় আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। উল্লেখ্য, কুয়েতে বসবাসকারী প্রতি তিনজন অবৈধ অভিবাসীর মধ্যে একজন সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন। এর মোট সংখ্যা প্রায় ৪৭ হাজার। এরা হয়তো সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বৈধ হয়েছেন না হয় কুয়েত ছেড়ে চলে গেছেন। কোন দেশের কত সংখ্যক মানুষ এর আওতায় এসেছেন তা প্রকাশ না করলেও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে বলেছে, আবাসিক নিয়ম লঙ্ঘনকারীর সবচেয়ে বেশি মানুষের তালিকায় রয়েছে পাঁচটি দেশ। এ দেশগুলো হলো ভারত, ফিলিপাইন, মিশর, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:02:51 0:00

XS
SM
MD
LG