অ্যাকসেসিবিলিটি লিংক

৩৯ জন বাংলাদেশী চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর গ্রেপ্তার


Map showing Dhaka and Cox's Bazar, Bangladesh
Map showing Dhaka and Cox's Bazar, Bangladesh

ইউরোপে নিয়ে যাওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে অবৈধভাবে লিবিয়া নিয়ে যাওয়ার সময় ৩৯ জন বাংলাদেশীকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। র‌্যাব তাদের বিমানবন্দর থেকে আটক করে। র‌্যাব কর্মকর্তারা জানান, ইউরোপে নেয়ার জন্য টাকা নিয়ে মানব পাচারকারীরা মানুষজনকে লিবিয়া নিয়ে যায়।
নিরাপত্তার কথা বিবেচনায় যুদ্ধাক্রান্ত লিবিয়ায় বাংলাদেশীদের যাওয়ার উপরে সরকার গত বছরের মাঝামাঝি নিষেধাজ্ঞা আরোপ করে। এতেও কাজ না হওয়ায় বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, লিবিয়ার বর্তমান পরিস্থিতি খুবই ঝুকিপূর্ণ হওয়ায় সে দেশে অবস্থানরত ২ থেকে আড়াই লাখ বাংলাদেশী নিরাপত্তাহীন পরিস্থিতিতে রয়েছেন। এছাড়া ৪০ হাজারের মতো বাংলাদেশী দেশে ফিরে আসতে চাইছেন। কর্মকর্তারা জানান, প্রতিমাসে কমপক্ষে ২শ বাংলাদেশী লিবিয়া থেকে দেশে ফিরে আসছেন নিরাপত্তা ঝুকির কারণে।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG