বাংলাদেশের রাজধানী ঢাকার জীবন যাত্রার মান বিশ্বের মধ্যে অন্যতম সর্বচ্চ অবস্থানে রয়েছে। ব্রিটিশ পত্রিকা দি ইকনমিষ্ট এর ২০১৫ সালে বিশ্বব্যাপী পরিচালিত এসংক্রান্ত এক জরীপের ফলাফলের ভিত্তিতে অতি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ঢাকার জীবন যাত্রার মান কানাডার মন্ট্রিয়াল শহরে সমান হলেও এ দুই শহরের নাগরিক সুযোগ সুবিধার তুলনা করার মত কোন পরিস্থিতিই নেই। মন্ট্রিয়ালের নাগরিক সুযোগ সুবিধা আর ঢাকার সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান বলে এতে মন্তব্য করা হয়।
বিশ্বের ১৩৩ তি শহরের ওপর পরিচালিত এ জরীপে দেখা গেছে জীবন যাত্রার মানের দিক থেকে ঢাকা ও মন্ট্রিয়ালের অবস্থান ৭১ তম। প্রতিবেদনে বলা হয় তরেন্ত, মেক্সিকো শহর, ক্লিভল্যান্ড এবং ইস্তাম্বুলের মত শহরগুলোর জীবন যাত্রার ব্যয় ঢাকার চেয়েও কম।
এদিকে, জীবন যাত্রার ব্যয় সবচেয়ে কম এমন ৪ টি শহর রয়েছে ভারতে যেগুলো হচ্ছে বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই ও নোতুন দিল্লী। জীবনযাত্রার মানের দিক থেকে এবার সবচেয়ে ব্যয় বহুল শহরের স্থান পেয়েছ আমেরিকার নিউ ইয়র্ক। এদিক থেকে লন্ডন সপ্তম স্থানে এবং একই অবস্থানে রয়েছে ইউরোপের আরও ৪টি শহর।