অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ায় তিন বছরে ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক নেবে


মালয়েশিয়ায় তিন বছরে ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক প্রেরণের ব্যাপারে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কৃষি, নির্মাণ, সেবাসহ প্রধানত ৫টি খাতে এই শ্রমিক নেয়া হবে।

এই দফায় শ্রমিক প্রেরণের প্রক্রিয়ায় পরিবর্তন এনে দুই দেশের সরকারি এবং বেসরকারি উভয়েরই অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। এর আগে শুধুমাত্র সরকারি পর্যায়ে শ্রমিক প্রেরণের ব্যবস্থায় কাঙ্খিত ফল লাভ না হওয়ায় নতুন এই ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী এবং মালয়েশীয় মানবসম্পদ মন্ত্রী স্ব স্ব দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। মালয়শীয় মন্ত্রী রায়াত জায়েম সাংবাদিকদের বলেন, এর ফলে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়া বন্ধ হবে। তিনি বলেন, যেসব বাংলাদেশী ওই দেশে যাবেন তাদের ব্যাপারে আগাম খবর নেয়া হবে।

বাংলাদেশের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানান, জনপ্রতি ৩৪ থেকে ৩৭ হাজার টাকায় মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ করা হবে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00
please wait

No media source currently available

0:00 0:02:32 0:00


XS
SM
MD
LG