অ্যাকসেসিবিলিটি লিংক

সমুদ্র থেকে উদ্ধার হওয়াদের মধ্যে প্রায় ১০০ জন বাংলাদেশী এতোদিনেও দেশে ফিরতে পারেননি


Illegal immigrants from Myanmar and Bangladesh arrive at police processing center in Langkawi, Malaysia, May 11, 2015.
Illegal immigrants from Myanmar and Bangladesh arrive at police processing center in Langkawi, Malaysia, May 11, 2015.

সমুদ্রের ঝুকিপূর্ণ পথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ২০১৫ সালের প্রথমদিকে সমুদ্র থেকে উদ্ধার হওয়াদের মধ্যে প্রায় ১০০ জন বাংলাদেশী এতোদিনেও দেশে ফিরতে পারেননি। তারা এখন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জেলে রয়েছেন। এর মধ্যে মালয়েশিয়ায় রয়েছেন ৮১ জন এবং ইন্দোনেশিয়ায় ১৬ জন। এ পর্যন্ত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার থেকে ২ হাজার ৮১৪ জন দেশে ফিরে এসেছেন। ঢাকায় কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে, ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে অভিবাসন ও শরণার্থী সমস্যা নিয়ে কর্মরত সংস্থাগুলো অনানুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট সরকারগুলোকে দায়ী করছে। এদিকে, সমুদ্রে উদ্ধার হওয়া মিয়ানমারে থাকা ৭৬ জন বাংলাদেশীর কোনো হদিস মিলছে না। দেশী-বিদেশী কর্মকর্তারা অবশ্য ধারণা করছেন, তারা পালিয়ে দেশে চলে এসেছেন।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG