অবশেষে মালয়েশিয়া বাংলাদেশ থেকে বেসরকারী পর্যায়ে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পাঁচ লাখ কর্মী ও শ্রমিক নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এ বছরই এই বাংলাদেশী জনশক্তি নেয়া হবে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। বুধবার পুত্রাজায়ায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ করে দেয় । পরে ২০১২ সালে দুই দেশের মধ্যে সরকারিভাবে, যাকে জি টু জি বলা হয়, সেই পদ্ধতিতে কর্মী নেওয়ার চুক্তি হয়। কিন্তু এ পর্যন্ত ঐ ব্যবস্থায় মাত্র সাত হাজার জনশক্তি নিয়েছে দেশটি। এ দিকে সাগর পথে মালয়েশিয়া যাত্রায় অসংখ্য বাংলাদেশীর মৃত্যু হওয়া ও বিভিন্ন দেশে আশ্রয় পাওয়ার সাম্প্রতিক তোলপাড়ের পরিস্থিতিতে মালয়েশিয়া নতুন এই সিদ্ধান্ত নিয়েছে।