সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ নিরাপদ খাদ্য সংস্থা হাইকোর্টে পেশকৃত এক রিপোর্টে জানিয়েছে, বাজারের তরল দুধের ৯৬টি নমুনা পরীক্ষা করে এর ৯৩টিতেই মানব দেহের জন্য ক্ষতিকর সিসা এবং ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।
বুধবার হাইকোর্ট বাজারে বিক্রি হয় এমন তরল দুধ এবং দইয়ের উৎপাদনকারী কোম্পানী ও বিক্রয়ের সাথে সম্পৃক্তদের নাম-তালিকা জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এছাড়া অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আগামী ২৩ জুনের মধ্যে জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট নিরাপদ খাদ্য সংস্থার প্রধান গবেষককে ২১ মে আদালতে ব্যক্তিগতভাবে হাজির থাকারও নির্দেশ দিয়েছে।