আগামী সপ্তাহে দিল্লিতে আসছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রি আসাদুজামান খান কামাল। তিনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রি রাজনাথ সিং আর অন্যান্য স্বরাষ্ট্র আধিকারিকদের সঙ্গে ২৮ জুলাই আলোচনায় বসবেন দুই দেশে আই এস-এর ক্রমবর্ধমান প্রভাব বিস্তারের সমস্যা নিয়ে। গত ১ জুলাই ঢাকার কাফে-তে জঙ্গী আক্রমণে ২০ জনের মৃত্যুর ঘটনায় জড়িত জনা দশেক ভারতে পালিয়ে এসে গা-ঢাকা দিয়েছে বলেও বাংলাদেশের সন্দেহ। এদের নাম-ধাম ভারতকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের খোঁজ খবরওচলছে। এ দেশে আই এস-কে নিয়ন্ত্রণে রাখবার কাজে ভারতের নিরাপত্তা সংস্থারা অনেকটাই সফল। ভারতের কৌশল ও অভিজ্ঞতার কথা জানতে আগ্রহী বাংলাদেশ। অন্য দিকে, জা্মাত-উল-মুজাহিদিন-বাংলাদেশ ভারতের আসাম ও পশ্চিমবঙ্গেও প্রভাব নিস্তার করছে। এদের কিছু লোকজনকে ইতিমধ্যেই ধরপাকড় করেছে ভারতীয় নিরাপত্তা সংস্থারা।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।