অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে রোহিঙ্গাদের উপরে নিপীড়ন নির্যাতনে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন


বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক Ambassador at large স্যাম ব্রাউনব্যাক মিয়ানমাওে রোহিঙ্গাদের উপরে নিপীড়ন নির্যাতনে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। স্যাম ব্রাউনব্যাক সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলে হত্যা, ধর্ষণ, নির্যাতনের ভয়াবহ এবং হৃদয়বিদারক ঘটনাবলীর কথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা অন্যায়, অন্যায্য এমন অমানবিকতা বিশ্বে বিরল। মিয়ানমারের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপে আলাপ-আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। Ambassador at large স্যাম ব্রাউনব্যাক বললেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে। মিয়ানমারের উপরে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে আরও কিছু ব্যবস্থা অচিরেই নেয়া হবে।

প্রত্যাবাসন বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, প্রত্যাবাসন হতে হবে নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানজনকভাবে। আর পুরো বিষয়টিই আগে ভাগে রোহিঙ্গাদের জানাতে হবে।
সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের আশ্রয় ও পুনর্বাসনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়।

please wait

No media source currently available

0:00 0:01:29 0:00

XS
SM
MD
LG