পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মিয়ানমারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন। বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে তারা একটি কথাও রাখেনি। নানা অজুহাতে তারা সিদ্ধান্ত পাল্টাচ্ছে বার বার। রোববার রাজধানীতে রোহিঙ্গা সঙ্কট নিরসন নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল। আমরা বহু বছর ধরে তাদের সমর্থন দিয়ে এসেছি। ইতিপূর্বেও রোহিঙ্গা সঙ্কটে তারা সহযোগিতা করেছিল। ফিরিয়ে নিয়েছিল ২ লাখ ৩২ হাজার রোহিঙ্গাকে। তিনি বলেন, এই সঙ্কট বেশিদিন চলতে থাকলে আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে অনিশ্চয়তা দেখা দিতে পারে। ভারতকেও আমরা এটা বোঝানোর চেষ্টা করছি।
অন্য এক আন্তর্জাতিক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের স্থান দিতে গিয়ে বাংলাদেশের বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। প্রকৃতির মারাত্মক ক্ষতি হচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি ১ মিটার বেড়ে যায় তাহলে বাংলাদেশের ২০ শতাংশ জমি তলিয়ে যাবে। বাংলাদেশসহ জার্মানি, ফিজি, কোস্টারিকা, ফ্রান্স, মেক্সিকো, সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের ১৩০ জন প্রতিনিধি এই সেমিনারে অংশ নেন।