অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় পার্লামেন্ট রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে নির্যাতনের কারণে মিয়ানমারের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন


ইউরোপীয় পার্লামেন্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠী উপরে নৃশংস নিপীড়ন ও নির্যাতনের কারণে দেশটির উপরে চলমান অস্ত্র নিষেধাজ্ঞা অব্যাহত রাখা এবং পরিসর বৃদ্ধির জন্য সব ইউরোপীয় দেশগুলোর প্রতি আহবান জানিয়ে এক প্রস্তাব পাস করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্টের বৈঠকে ওই নিপীড়ন-নির্যাতনের সাথে জড়িত মিয়ানমারের সেনাবাহিনী ও অন্যান্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও গ্রহণ করা হয়। প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক বিভাগকে মিয়ানমার কর্তৃপক্ষের এবং দেশটির নিরাপত্তা বাহিনীর উপর চাপ বৃদ্ধির জন্যও আহবান জানানো হয়।
এদিকে, আন্তর্জাতিক রেডক্রসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অতিসম্প্রতি মিয়ানমারের উত্তর রাখাইন সফর শেষে জেনেভায় সাংবাদিকদের কাছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাধ্যমে মুসলমান রোহিঙ্গাদের উপরে চরম আধিপত্য বজায় রাখার চিত্র তুলে ধরেছেন। রেডক্রসের পরিচালক ডমিনিক স্টিলহার্ট বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীরা মুসলমান ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যেও বাধা দিচ্ছে। সমাজটিতে সম্প্রদায়গত বৈষম্য এবং উত্তেজনা ব্যাপকমাত্রায় এখনো বিদ্যমান রয়েছে বলে তিনি জানিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG