অ্যাকসেসিবিলিটি লিংক

পাহাড় জয়ের গল্প শোনালেন তরুণ পর্বতারোহী বিথী


পাহাড় জয়ের গল্প শোনালেন তরুণ পর্বতারোহী বিথী
please wait

No media source currently available

0:00 0:03:48 0:00

২০১৪ সালের নভেম্বরে প্রথমবার পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা। ২০১৫ সালে প্রথম নেপালে যাওয়া। গন্তব্য কেয়াজুরি পর্বত। দেশের বাইরে প্রথম যাত্রা এটি। ১৫ হাজার ৫০০ ফুট উঁচুতে ছিলো বেজ ক্যাম্প, যা ভালোভাবেই শেষ করেন বিথী ও তার সাথীরা। ২০১৬ সালের এপ্রিলে ক্লাব থেকে ৫ জন মেয়ে একসাথে ভারতের নেহেরু ইন্সটিটিউট অব মাউন্টেনিংয়ে ট্রেনিংয়ে যান বিথী। সফল ট্রেনিংয়েও ‘এ’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হন তিনি। ২০১৬ সালের অক্টোবর মাসে প্রথম পর্বত জয়। পর্বতের নাম মেরা পিকে। উচ্চতা ৬ হাজার ৪৭৪ মিটার। ২০১৭ সালের এপ্রিলে অন্নপূর্না সার্কিটে যান বিথী। ২০১৭ সালের অক্টোবরে নেপালের মাউন্ট লারকে সামিট করেন তারা। দলে ছিলেন ৬ জন পর্বতারোহী। এবার পর্বতের উচ্চতা ৬ হাজারের কিছুটা বেশি। আবহাওয়া খুব খারাপ হওয়ায় ৫ হাজার ৫০০ ফুট উঁচু থেকে ফিরে আসতে হয় তাদের। সবশেষ ২০১৯ সালের এপ্রিলে বিথী জয় করেন লাকপারি পর্বত। উচ্চতা ৭ হাজার ৪৫ মিটার।

XS
SM
MD
LG