অ্যাকসেসিবিলিটি লিংক

কুয়েতে একজন বাংলাদেশী এমপি পুলিশি হেফাজতে


কুয়েতে আদম ব্যবসায় গুরুতর অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল এখন পুলিশি হেফাজতে। শনিবার রাতে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি তাকে নিয়ে যায়।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, সকালে সংসদ সদস্যের আটকের বিষয়টি তিনি জেনেছেন। সিআইডি হেফাজতে থাকলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ আনা হয়েছে, তাকে পুরোপরি গ্রেফতার না-কী জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে তা জানতে চিঠি পাঠিয়েছেন।

গত নির্বাচনে এমপি পাপুল লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি মহাজোট প্রার্থীকে অর্থের বিনিময়ে বসিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। কাজী শহীদ ইসলাম পাপুল দীর্ঘদিন থেকে আদম ব্যবসার সঙ্গে যুক্ত। এর আগে তিনি কুয়েত প্রবাসি ছিলেন। কুয়েতি সংবাদ মাধ্যম জানিয়েছে অর্থ পাচার, মানব পাচার ও ভিসা জালিয়াতির অভিযোগ রয়েছে এই এমপির বিরুদ্ধে।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG