বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে মিয়ানমারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে দেশটিকে প্রতিশ্রুতি ভঙ্গকারী বলে উল্লেখ করেছেন। বুধবার ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং দাতাসংস্থাগুলোর প্রতিনিধিদের ব্রিফ শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার মিথ্যাচার করছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে একটি সহায়ক পরিবেশ যাতে সৃষ্টি হয় সেই লক্ষ্যে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু সমাধানে চীনের সহায়তা কামনা করেন এবং বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
ব্রিফিং অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার রাষ্ট্রদূত ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ইইউ রাষ্ট্রদূত রেনজি তেরিঙ্ক বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো। অন্যান্য দেশের পক্ষ থেকেও অনুরূপ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।