অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে


জাতিসংঘের তথ্য অনুযায়ী গত অক্টোবর থেকে এই জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কমপক্ষে ৬৫ হাজার মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এই অনুপ্রবেশকারীরা অনেকেই কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার ক্যাম্পে আশ্রয় নিলেও কেউ কেউ আশ্রয়ের জন্য গেলো কিছুদিন ধরে বাংলাদেশের অন্যত্র চলে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোরে বরিশালের আমতলা এলাকা থেকে ২ জন নারীসহ ৪ জন রোহিঙ্গাকে পুলিশ আটক করেছে, যারা সম্প্রতি বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বিভিন্ন সূত্র বলছে, পুরো কক্সবাজারে ছড়িয়ে পড়ার পাশাপাশি রোহিঙ্গারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছেন।

এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত সমন্বয়ক দফতরের একটি উচ্চ পর্যায়ের বিশেষ প্রতিনিধি দল বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়গ্রহণকারী এলাকায় রয়েছেন। তারা আগত রোহিঙ্গা শরণার্থীদের পর্যবেক্ষন এবং বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা করছেন। দুই সপ্তাহ তাদের বাংলাদেশে থাকার কথা রয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG