অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ মিয়ানমারের নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব


বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ মিয়ানমারের সম্পর্কে বর্তমানে যে শিথিলতা চলছে তা কাটিয়ে উঠতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যে তিনদিনের এক সফরে ঢাকায় এসেছেন মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা ইউ থং তুন। ঢাকায় এসে সোমবার তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে বৈঠক করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সাথে কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলতে মিয়ানমার আগ্রহী বলে দেশটির নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন। তিনি দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিরও প্রস্তাব দিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পক্ষের অপতৎপরতাকে কোনোক্রমেই প্রশ্রয় দেবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রোহিঙ্গা সমস্যা সমাধানে দুই দেশ অতীতে যেভাবে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখেছিল-তা পুনরায় শুরু তাগিদ দেন। মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টাও এ প্রশ্নে সহমত পোষণ করেন বলে ঢাকায় পররাষ্ট্র দফতর জানিয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:38 0:00

XS
SM
MD
LG