অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের সুবিধা জনক সময়ে ফেরত পাঠানো হবে বলে  জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী


Some Rohingya men just after their arrival from Myanmar, at an unidentified place in Cox's Bazar district, Bangladesh. This group managed to sneak into Bangladesh after crossing the Naf River, along with over 400 Rohingya men, women and children, Nov. 21,
Some Rohingya men just after their arrival from Myanmar, at an unidentified place in Cox's Bazar district, Bangladesh. This group managed to sneak into Bangladesh after crossing the Naf River, along with over 400 Rohingya men, women and children, Nov. 21,

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দমন নিপীড়নের কারণে বাংলাদেশে যে সকল রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের সুবিধা জনক সময়ে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান।

বৃহস্পতিবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন বাংলাদেশ সরকার এসকল রোহিঙ্গাদের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কথা বলছে।

বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি শতাধিক রোহিঙ্গা আশ্রয় প্রার্থী যারা বৃহস্পতিবার ভোরে ১১ টি নৌকায় করে নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফ আসার চেষ্টা করেছিল, তাদের ফেরত পাঠিয়েছে ।

এদিকে, হেফাজতে ইসলামির ঢাকা মহানগর শাখার শত শত সমর্থক মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার যা করছে তাকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করে হেফাজতে নেতারা জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নিরবতাতে হতাশা ব্যক্ত করেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00


XS
SM
MD
LG