অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের তথ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান


পাকিস্তানের বেলুচিস্তানে জনগণের উপরে পাকিস্তানী শাসকদের নির্যাতন এবং মানবাধিকার লংঘন সম্পর্কে ভারত সফরকালে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে ঐ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সরকার।

এমন বক্তব্য দেয়ার পরপরই গত শুক্রবার রাতে ইসলামাবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাকিস্তানের পররাষ্ট্র দফতরে তলব করে ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়ে দিয়েছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছেন। পাকিস্তান এ সম্পর্কে বাংলাদেশ সরকারের প্রকৃত অবস্থা সম্পর্কেও জানতে চায়।

বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি জেনে পরে জানাবেন বলে জানিয়েছেন। অবশ্য পরে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে কি জানানো হয়েছে তা জানা যায়নি।

উল্লেখ্য, যুদ্ধাপরাধের বিচার, জঙ্গী তৎপরতায় মদদ দেয়ার অভিযোগসহ কিছু বিষয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকদিন ধরেই শীতল রয়েছে। তবে এমন প্রেক্ষাপটে ছয় বছর বন্ধ থাকার পরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার দুই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠানের কথা রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG