অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সরকারি কর্মচারীদের জন্য নয়া বেতন কাঠামো


<b>Boliviya</b>
<b>Boliviya</b>

সরকারি কর্মচারীদের জন্য
নয়া বেতন কাঠামো
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা বেতন পাবেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। জুলাই-১৫ থেকে এই বেতন কাঠামো কার্যকর হবে। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন বেতন কাঠামো অনুযায়ী সুবিধাদি পাবেন। নয়া বেতন কাঠামো নিয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান মনে করেন, এতে অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না। তিনি বলেন, এটা ছিল সময়ের দাবি।
সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো প্রসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব বলেন, তিন বাহিনী প্রধানের জন্য একই বেতন নির্ধারণ করা হয়েছে। আগে সেনা প্রধানের বেতন নৌ ও বিমানবাহিনী প্রধানের চেয়ে বেশি ছিল। এখন তিন বাহিনী প্রধানের বেতন ৮৬ হাজার টাকা করা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব একই বেতন পাবেন। উল্লেখ্য যে, ২০০৯ সালের ১লা জুলাই সর্বশেষ বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG