অ্যাকসেসিবিলিটি লিংক

এক বছরেই মাথাপিছু আয় ১৫০ ডলার বাড়বে


Dhaka, Bangladesh
Dhaka, Bangladesh

এক বছরেই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৫০ ডলার বাড়বে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। গত অর্থবছর মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৬ ডলার। এই বছরে দাঁড়াবে ১ হাজার ৪৬৬ ডলারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জিডিপি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে। ২০১৫-২০১৬ অর্থবছরের প্রথম ৯ মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির হিসাব করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এই হিসাব তুলে ধরা হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।
পরিকল্পনামন্ত্রী জানান, চলতি অর্থবছরে জিডিপির আকার ১৭ লাখ ২৯ হাজার কোটি টাকায় দাঁড়াবে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG