বাংলাদেশ ও ভারত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ই এপ্রিল থেকে চারদিন ব্যাপী ভারত সফর করবেন।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে জানান হয়েছে, আগামী ৮ই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লীতে আনুষ্ঠানিক বৈঠকে করবেন।
বিবৃতিতে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। ঢাকা থেকে জহুরুল আলম।