অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা রবিবার নিউইয়র্কে পৌঁছাবেন


জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। লন্ডনে একদিন যাত্রাবিরতির পর রোববার তিনি নিউইয়র্কে পৌঁছাবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ন- দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের কারনে। পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ পরিষদের অধিবেশনে এবারে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় শান্তিরক্ষা কর্মসূচি এবং টেকসই উন্নয়নের উপরও গুরুত্ব আরোপ করবেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে উচ্চ পর্যায়ের বেশকিছু বৈঠকে অংশ নেবেন।

এদিকে, বিশ্বব্যাংকের এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে যে, মিয়ানমার থেকে বাংলাদেশে আগত শিক্ষার্থীদের শিক্ষাদান ও শিশু থেকে যুবকসহ যারা মনস্তাত্ত্বিকভাবে বিপর্যস্ত ও ক্ষত-বিক্ষত হয়েছেন, তাদের সহায়তায় কানাডার ৪ মিলিয়ন ডলারসহ বিশ্বব্যাংক ২৫ মিলিয়ন ডলার অনুদানের কথা ঘোষনা করেছে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG