বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাতে নিউইয়র্কের ম্যানহাটানের এক হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় যোগ দেন। সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচন, জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়া, ডিজিটাল নিরাপত্তা আইন, রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের উন্নয়নসহ নানা বিষয়ে কথা বলেন।
এ সময় তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করা জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান। সোমবার থেকে শেখ হাসিনা জাতিসংঘ সাধারন পরিষদের ৭৩তম অধিবেশনের বিভিন্ন কর্মসুচিতে যোগদান নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন।