অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষমতার নিরিখে ৩০তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী


Sheikh Hasina
Sheikh Hasina

সারা বিশ্বের নারীদের মধ্যে ক্ষমতার নিরিখে ৩০তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক সাময়িকী ফোর্বসের ২০১৭ সালের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায়বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থান ছয় ধাপ এগিয়েছে। ফোর্বসের গত বছরের তালিকায় তিনি ছিলেন ৩৬তম অবস্থানে। সাময়িকীটিতে শেখ হাসিনাকে "লেডি অব ঢাকা" আখ্যায়িত করে বলা হয়েছে তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার অঙ্গীকার করেছেন এবং তাদের জন্য ২ হাজার একর জমি বরাদ্দ দিয়েছেন।

গত বছর ফোর্বসের তালিকায় ২৬ নম্বর অবস্থানে থাকা মিয়ানমারের নেত্রী সু চি এবার সাত ধাপ পিছিয়ে ৩৩তম অবস্থানে রয়েছেন। বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে প্রথম তিনজন হলেন যথাক্রমে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মারকেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং যুক্তরাষ্ট্রের মেলিন্ডা গেটস।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG