অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় সংসদ নির্বাচনে সব দলই অংশ নেবে: আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র


বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলই অংশ নেবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এটাও বলেছেন, 'কারা আসবে, কারা আসবে না সে সিদ্ধান্ত আমরা দিতে পারি না। এটা তাদের দলীয় সিদ্ধান্ত। ২০১৪ সনেও আমরা আশা করেছিলাম তৎকালীন বিরোধী দল নির্বাচনে আসবে। কিন্তু তারা নির্বাচনের নামে মানুষ পুড়িয়ে মারা শুরু করেছিল'।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে বুধবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন।

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এ নিয়ে উদ্বেগের কি আছে? যে সাংবাদিক মিথ্যে তথ্য দেবে না তার তো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যারা মিথ্যে কথা লেখে, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। তার কিছু হয় না। কিন্তু যার ক্ষতি হলো তার উদ্বেগের বিষয়টি কে দেখবে?

নতুন জোট গঠনকেও স্বাগত জানান শেখ হাসিনা। বলেন, বাংলাদেশে ভোট হচ্ছে দুটি। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী ভোট। দেখা যাক না তারা কি করে?

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই এবং ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করছি।

বিচারপতি সিনহা এই সাক্ষাৎকারে বলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে সমর্থন দেয় তাহলে মস্তবড় ভুল করবে।

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG