অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী ঢাকায় একুশের বইমেলার উদ্বোধন করেছেন


book fair
book fair

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হয়েছেমাসব্যাপী অমর একুশের বইমেলা। একই সঙ্গে তিনি আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00

উদ্বোধনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন আমাদের সাহিত্য, শিল্প এবং সংস্কৃতি কেবল বাংলাদেশের সীমানায় না বরং বিশ্ব দরবারে পৌঁছে যাবে। তিনি ২০১৭ সালে যে ১২ জন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিদেশ থেকে আমন্ত্রিত কবি সাহিত্যিকরাও বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বইমেলা ঘুরে দেখেন।

বইমেলার আয়োজক বাংলা একাডেমী সুত্রে জানা গেছে এবারের মেলার পরিসর গত বছরের তুলনায় বেড়েছে। বেড়েছে বইয়ের স্টল নিয়ে বসা প্রকাশনা সংস্থারসংখ্যাও। বাংলা একাডেমী প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় পাঁচ লাখ বর্গফুট এলাকায় ৭১৯ টি বইয়ের স্টল এবং ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৫টিপ্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।

বইমেলা প্রতিদিনবিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন চলবে সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে।

XS
SM
MD
LG