অ্যাকসেসিবিলিটি লিংক

শিশুদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে কমিউনিটি রেডিও ‘সারাবেলা’ চাইল্ডক্লাব


বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে কমিউনিটি রেডিও ‘সারাবেলা চাইল্ড ক্লাব’।

শিক্ষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে কমিউনিটি রেডিও ‘সারাবেলা’ ইতোমধ্যেই প্রিয় হয়ে উঠেছে গাইবন্ধার প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে। এই কমিউনিটি রেডিও দেড় শতাধিক শিশুদের নিয়ে গঠন করেছে চাইল্ডক্লাব। সপ্তাহে দুই দিন এসব শিশুরা সেখানে নিজেদের মত করে নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করে আসেছে।

উপস্থাপনা এবং সাংবাদিকতার পাশাপাশি হাতে কলমে তাদের শেখানো হচ্ছে কলাকৌশলও। শিশুদের উপযোগী অনুষ্ঠান তৈরিতে তারা সফল হয়েছে।

রেডিও সারাবেলার এসব শিশুদের প্রাপ্তির থলিতে ইতোমধ্যেই যোগ হয়েছে মীনা মিডিয়া এ্যাওর্ডও। প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা এই কমিউনিটি রেডিও বাংলাদেশের গণমাধ্যমের কর্মী তৈরির কারখানায় রুপ নিয়েছে। এখানে কাজ শিখে অনেকেই এখন জাতীয় ভাবে জোড়ালো ভূমিকা রাখছেন।

please wait

No media source currently available

0:00 0:03:15 0:00




XS
SM
MD
LG