অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদার অভিযোগ সরকার গণমাধ্যম বন্ধের পাঁয়তারা করছে


بیگم خالدہ ضیا
بیگم خالدہ ضیا

খালেদার অভিযোগ
সরকার গণমাধ্যম বন্ধের
পাঁয়তারা করছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অনলাইন নিবন্ধনের নামে কালাকানুন করে সরকার সব অনলাইন গণমাধ্যম বন্ধের পাঁয়তারা করছে। শুধু তাই নয়, এই কালাকানুনের বিরুদ্ধে যারাই কথা বলছে, তাদেরকেই হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে সম্পাদক পরিষদের দেয়া বিবৃতিও আমলে নেয়া হচ্ছে না। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক কাউন্সিলে খালেদা জিয়া আরও বলেন, সরকার প্রেস ক্লাবকেও ন্যাক্কারজনকভাবে দখল করে নিয়েছে। কোথাও সাংবাদিকরা নিরাপদ নয়।
খালেদা জিয়া বলেন, বর্তমান স্বৈরসরকার জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের ওপর চেপে বসেছে। স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র গলা টিপে হত্যা করা হয়েছে। নির্বাসনে চলে গেছে সুশাসন। মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ভুলন্ঠিত করা হয়েছে। আসন্ন পৌর নির্বাচন সম্পর্কে বেগম জিয়া বলেন, সরকার যতই জরিপ করুক, তাতে কোন কাজ হবে না। ক্ষমতাসীনদের ভাগ্যে ভরাডুবি অপেক্ষা করছে। ওদিকে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেকের দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। এ মন্তব্যের প্রতিবাদ জানাতে খালেদা জিয়ার বাড়ির সামনে জড়ো হওয়ার জন্য এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG