জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশের দুই পুলিশ সদস্য পশ্চিম আফ্রিকার দেশে মালিতে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে রবিবার স্থানীয় সময় বিকালে ঐ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
ঢাকায় পুলিশ সদর দফতরের মুখপাত্র জানান, রবিবার বিকালে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ পুলিশের সাত সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর রাতে কনস্টবল ছামিদুল ও মোতাহার মারা যান। আহত পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি তিনি।
পুলিশ সদর দফতরের তরফে জানান হয়েছে নিহত দুই পুলিশ সদস্যের মৃতদেহ দেশেআনার চেষ্টা চলছে। ঢাকা থেকে জহুরুল আলম।