অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গীবাদ মোকাবিলায় এন্টি-টেররিজম ইউনিট নামে পুলিশেরই পৃথক একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ গঠন করা হবে


বর্তমানে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবিলা কার্যক্রমে ঢাকার মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবির একটি বিশেষ দল কাউন্টার-টেররিজম ইউনিট নামে কাজ করছে। বাংলাদেশ সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে, সন্ত্রাস-জঙ্গীবাদ মোকাবেলায় খুব শিগগিরই পুলিশ এন্টি-টেররিজম ইউনিট নামে পুলিশেরই পৃথক একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ গঠন করা হবে; ইতোমধ্যে এর কিছু কাজ শুরুও হয়েছে।
পুলিশের প্রধান শহীদুল হক এ সম্পর্কে বলেছেন, এই ইউনিট বিশেষভাবে প্রশিক্ষিত হবে।
একজন অতিরিক্ত আইজির নেতৃত্বে প্রাথমিক পর্যায়ে ৬শ জন সদস্যের জনবল নিয়ে পুলিশ এন্টি- টেররিজম ইউনিট কাজ শুরু করবে। এর সদস্যদের দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হবে। এই বিভাগ শুধু সন্ত্রাস ও জঙ্গীদের পাকড়াও এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনাই করবে না; তারা সন্ত্রাসী ও জঙ্গীবাদীরা ধর্মের যে অপব্যাখ্যা দেয়-তা যে সত্য নয়- সে কথাটিও জনগণের সামনে তুলে ধরবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে পুলিশ এন্টি টেররিজম ইউনিট সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানা যায়নি।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG