দারিদ্র দূরীকরণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি'র প্রকাশিত ২০১৯ সালের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র সূচকে এ তথ্য দিয়ে বলা হয়েছে দেশ থেকে দারিদ্র কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভারত এবং কম্বোডিয়ার সাথেই রয়েছে। এতে বলা হয়েছে দারিদ্র কমানোর ক্ষেত্রে যে দশটি বিষয়ের ওপর জোর দেয়া হয়েছে তার মধ্যে নয়টিই বাংলাদেশ শহর এবং গ্রামাঞ্চলে সমান দ্রুততার সাথে অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে ৩১টি নিন্ম আয়ের দেশ, ৬৫ টি মধ্যম আয়ের দেশ এবং দুইটি উচ্চ আয়ের দেশের তথ্য উপাত্ত পর্যালোচনা করে এ সকল দেশের ১৩০ কোটি মানুষকে বহুমাত্রিক দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ১৩০ কোটি মানুষের মধ্যে ১৮ বছরের নিচের শিশুর সংখ্যাই অর্ধেকের বেশি বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে এর এক তৃতীয়াংশ শিশুর বয়স আবার ১০ বছরেরে নিচে। এতে বলা হয় এ সকল দরিদ্র শিশুর ৮৫ ভাগেরই বাস দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার সাব সাহারা অঞ্চলে।