চলতি এসএসসি পরীক্ষাসহ প্রায় সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সরকার, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকগণ এ নিয়ে দারুণভাবে উদ্বিগ্ন। আইন-শৃংখলা রক্ষাবাহিনী এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে অতিসম্প্রতি ৫২টি মামলায় ১৫৩ জনকে গ্রেফতার করেছে। কর্তৃপক্ষীয়ভাবে অতীতেও যেসব নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তাতে কোনো কাজ হয়নি, প্রশ্নপত্র ফাঁস চলছেই। কেন এমনটি হচ্ছে এবং শিক্ষা ও সামগ্রিকভাবে দেশ-জাতির জন্য এটা কি নেতিবাচক ফলাফল নিয়ে আসতে পারে সে প্রশ্নে ভয়েস অব আমেরিকাকে বলেছেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর আনিসুজ্জামান।
প্রফেসর আনিসুজ্জামান মনে করেন, শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত শিক্ষা ও জ্ঞান লাভের জন্য; শুধুমাত্র পরীক্ষায় আপাত: ভালো ফলাফলের জন্য নয়। আর এ লক্ষ্যে পুরো ব্যবস্থা নিয়েই চিন্তা করা জরুরি বলে মনে করেন প্রবীণ এই শিক্ষাবিদ।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।